শিরোনাম
ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ড্যাশ -৮ উড়োজাহাজের চাকা খুলে যাওয়ার ঘটনায় বিশেষায়িত একটি টিম পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ডিহ্যাভিল্যান্ড কানাডা।
বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে জানানো হয়েছে, ইতোমধ্যে উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে টেকনিক্যাল স্টাফ পাঠানোর ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল।
আজ সোমবার উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান বিশেষায়িত একটি টিম পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে।
এতে আরও জানানো হয়, চাকা খুলে যাওয়ার ঘটনার পর বিমান প্রকৌশল বিভাগের তাৎক্ষণিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকায় অবস্থানরত সকল ড্যাশ -৮ উড়োজাহাজের সবগুলো চাকা পর্যবেক্ষণ করা হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দু’টি কমিটি গঠিত হয়েছে। চিফ অব ফ্লাইট সেফটির নেতৃত্বে তিন সদস্যের সেফটি ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে এবং প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরের আওতায় অপর একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।
কমিটি ঘটনার মূল কারণ অনুসন্ধান, এই সম্পর্কিত মেইন্ট্যানেন্সের শর্ত ও রেকর্ডসমূহ পরীক্ষা এবং এমন ঘটনা পুনরাবৃত্তিরোধে প্রয়োজনীয় পরামর্শ দান করবে। তিন কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে।
উড়োজাহাজটিকে আবার যাত্রীসেবায় ফিরিয়ে আনতে কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে বিমান কর্তৃপক্ষ। উড়োজাহাজটির প্রস্তুতকারকের কাছে ঘটনাটি রিপোর্ট করে রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শ গ্রহণ করা হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠানের নির্দেশনা মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে উড্ডয়নের জন্য উড়োজাহাজটিকে যাত্রীসেবার জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হবে।
গত ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরের ড্যাশ-৮ উড়োজাহাজের বামদিকের ল্যান্ডিং গিয়ারের দু’টি চাকার মধ্যে একটি চাকা উড্ডয়ন অবস্থায় খুলে যায়। পরবর্তীতে পাইলটের দক্ষতায় ঢাকায় নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।