শিরোনাম
ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস): টোকিওতে ঐতিহ্যবাহী জাপানি ফুলের শৈল্পিক প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন।
রোববার টোকিও’র তাকাশিমাদাইরায় স্থানীয় সময় বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ আয়োজনে তাকাশিমাদাইরার অ্যাক্ট ডিরেক্টর ইয়োশিনারি কাতসুও সহযোগিতা করেন।
সোমবার বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আয়োজকরা জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের অংশ হিসেবেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মাসুদ করিম অ্যাসোসিয়েশনের কার্যক্রম, ইকেবানার ঐতিহাসিক শিকড় ও বিবর্তন তুলে ধরেন। বাংলাদেশে এর সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা ও ক্রমবর্ধমান জনপ্রিয়তার ওপর জোর দেন।
ইয়োশিনারি কাতসুও এই উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আটজন সদস্যের অংশগ্রহণকে ‘প্রশংসনীয়’ বলে বর্ণনা করেন। এ প্রদর্শনী আন্তঃসংস্কৃতি বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সংস্কৃতি বিনিময় ও ইকেবানা অনুশীলনে অবদানের জন্য হারাদা কাজুকো ও সাওয়া কিয়োকোকে সম্মাননা জানায় বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন।
টোকিও’র রিক্কিও বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মিজুকামি এবং অধ্যাপক নোরো প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
জাপানি সংগঠন ‘উটোরন’-এর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।