বাসস
  ১৮ মে ২০২৫, ১৫:৩৪

২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৪৯২

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্ট মূলে ৯২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৫৬৭ জন। মোট ১ হাজার ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। 

অভিযানে একটি শটগান, ১৪ রাউন্ড গুলি, দুইটি রামদা ও দুইটি কুড়াল উদ্ধার করা হয়।  

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।