শিরোনাম
ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস) : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এনআইডি সেবা কার্যক্রমে ধীরগতি থাকবে।
আজ শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
শরিফুল আলম জানান, সার্ভার নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত ১২ টা পর্যন্ত এনআইডি সেবা কার্যক্রমে ধীরগতি থাকবে। তবে বন্ধ হবে না। রাত ১২ টার পর থেকে এনআইডি সেবা কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এনআইডি সার্ভারে প্রায় সাড়ে ১২ কোটি ভোটারের তথ্য রয়েছে। এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।