শিরোনাম
ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : তরুণ প্রজন্মের নেতৃত্ব, বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এলায়েন্স ফর ট্রান্সফর্মনেশন-এর উদ্যোগে 'লিড ফর ইমপেক্ট : লিডারশীপ ট্রেনিং ফর টুমরোস' শীর্ষক দিনব্যাপী এক নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বনানীর হোটেল সারিনা-তে।
এই কর্মশালায় অংশগ্রহণ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৬০ জন তরুণ ও ছাত্র-ছাত্রী।
প্রধান আলোচক হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। তিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব, বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা করেন।
নেতৃত্ব বিকাশ, কার্যকর নেতৃত্বের কৌশল, বাস্তব অভিজ্ঞতা এবং সামাজিক প্রভাব তৈরির বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন-এলায়েন্স ফর ট্রান্সফর্মনেশনের (এএফটি) প্রেসিডেন্ট শাহ নাজিম উদ্দিন ও জেনারেল সেক্রেটারি মো এনামুল কবির শিশির।
তারা বলেন, ভবিষ্যৎ নেতাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এএফটি।