বাসস
  ১৬ মে ২০২৫, ১৯:৪৫

সাম্য হত্যাকারীদের গ্রেফতার দাবি ঢাবি শিক্ষার্থীদের

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। ফাইল ছবি

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সহপাঠিসহ ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।

আজ শুক্রবার সকাল ১১টায় শিক্ষার্থীরা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। সেখান থেকে তারা শাহবাগ থানার সামনে গিয়ে এক ঘন্টা অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা সাম্যের হত্যাকারীদেরও ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। 

গত মঙ্গলবার ((১৩ মে) মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পুলিশ তামিম, পলাশ ও সম্রাট নামে তিন যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেও শিক্ষার্থীরা জানিয়েছেন প্রকৃত হত্যাকারীদের পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।