শিরোনাম
ঢাকা, ১৫ মে, ২০২৫(বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষেত্র-বিশেষে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ না করার আহ্বান জানিয়েছেন।
তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদেরকে আমরা সমর্থন করেছি, এখনো করে যাচ্ছি। তাই, ক্ষেত্র-বিশেষে আপনাদের আচরণের মধ্যে দ্বিচারিতা থাকা উচিত নয়।’
রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঢাকাস্থ উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’র উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন।
‘আমরা বিএনপি পরিবার’র সদস্য ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মুস্তাকিম বিল্লাহ’র সঞ্চালনায় এ কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও শাহাদত হোসেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, সহ-সভাপতি ডা. তৌহিদুল আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, মিসবাহ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম-সম্পাদক নুর হোসেন, যুগ্ম-সম্পাদক মিনার হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মেজবাহ, অনিক, শোয়াইব, অন্তর, সাদমান, রুমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও, জিয়া শিশু ফোরামের আহ্বায়ক মোশাররফ হোসেন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা-কর্মীরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
পরের দিন বুধবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে সড়াতৈল জান্নাতুল বাকি কবরস্থানে তাকে (সাম্য) দাফন করা হয়।
শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে । অপরদিকে, সাম্য হত্যার ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বুধবার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে।