শিরোনাম
ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. আব্দুস সোবহান পদত্যাগ করেছেন।
তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বৃহস্পতিবার বিপিসি’র সচিব (উপসচিব) শাহিনা সুলতানা বাসস’কে বলেন, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সোবহানের পদত্যাগপত্র প্রক্রিয়াধীন রয়েছে। কার্যপ্রণালী অনুসারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আমি গতকাল ডাক বিভাগ থেকে পদত্যাগপত্র পেয়েছি।
বিপিসিতে পাঠানো পদত্যাগপত্রে ৮ মে স্বাক্ষর করেছেন ইঞ্জিনিয়ার মো. আব্দুস সোবহান।