বাসস
  ১৫ মে ২০২৫, ১২:২০
আপডেট : ১৫ মে ২০২৫, ১৩:০০

বিএনপি নেতা মঈন খানের বাসায় কূটনৈতিকদের সম্মানে নৈশভোজ

ছবি : বাসস

ঢাকা, ১৫ মে ২০২৫ (বাসস) : জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের বিদায় উপলক্ষে কূটনৈতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশানে মঈন খানের বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়।

নৈশভোজে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং দক্ষিণ কুরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকসহ ১২ টি ইউরোপীয় ইউনিয়ন দেশের রাষ্ট্রদূত।

নৈশভোজে দেশের সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।