বাসস
  ০৫ মে ২০২৫, ১৭:৫৮

নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীসহ মোট তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তিনটি মামলা দায়েরের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে আরও পাঁচজনের নামে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার দুদকের রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক জানায়, কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ২০ কোটি ৭ লাখ ৪১ হাজার ১২ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও, ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৪২ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৬৮৬.৭৪ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় একটি মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধেও ১২ কোটি ১২ হাজার ২১৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৯ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ১১০.০৫ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলার রুজুর সুপারিশ করা হয়।

একইভাবে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চাকরিচ্যুত নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ ১২ হাজার ৪৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭০১.৮৯ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এ অভিযোগে তার বিরুদ্ধেও পৃথক আরেকটি মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, এই তিনজন ছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে তাদের অর্জিত সম্পদের উৎস যাচাইয়ের লক্ষ্যে দুদক আইনের ২৬(১) ধারায় সম্পদ বিবরণী জমাদানের জন্য নোটিশ ইস্যুর সুপারিশ করা হয়েছে। তারা হলেন— নাজমুল হাসান পাপনের মেয়ে রুশমিলা রহমান (অহনা), মেয়ে সুনেহরা রহমান (তন্নি), ছেলে রাফসান রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজার ও পাপনের জামাতা রাকিন আল মাহমুদ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চাকরিচ্যুত নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী ইসমাইল হায়দার মল্লিকের স্ত্রী সুলতানা নিঝুম।

দুদক সূত্র জানায়, সংশ্লিষ্টদের সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।