বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ১০:২০

নিতাই চন্দ্র ঘোষের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

ছবি :বাসস

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট-ঢাকা মহানগরের সহ-সভাপতি, সাবেক যুব ও ছাত্রনেতা নিতাই চন্দ্র ঘোষ মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘নিতাই চন্দ্র ঘোষের পরলোকগমণে তার শোকাহত পরিবার-পরিজনের মতো আমিও গভীরভাবে মর্মাহত। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন।’

মির্জা ফখরুল বলেন, ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট-ঢাকা মহানগরের সহ-সভাপতি হিসেবে তিনি সংগঠনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’