বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ১৪:৪৬

বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর। ছবি: বাসস

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরা থেকে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চ এলাকা থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি সিদ্দিক বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলাম সওদাগরকে আটক করা হয়। তিনি আরো বলেন, ‘নজরুল ইসলামের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা রয়েছে, যা দায়ের করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে।’

পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসসকে জানান, নজরুল ইসলামকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। 

মামলার তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদনও করা হয়েছে বলে জানান তিনি।