শিরোনাম
ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন রেখে বলেছেন, যারা ফ্যাসিবাদের নেতৃত্ব দিয়েছে এবং তাদের সঙ্গে ছিলো এদের সবার বিচার অবশ্যই করতে হবে। এই বিচারে কোনো বিলম্ব করা যাবে না।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের প্রকৃত হোতারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে। অবশ্যই তাদের অতি দ্রুত বিচার করতে হবে।’
জাতীয় প্রেসক্লাবে আজ এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা অনেক দিন আগেই লিখিতভাবে সরকারকে বলেছি আরেকটা ট্রাইব্যুনাল করেন। একটা ট্রাইব্যুনালে হবে না যে এতো বেশি লোকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কয়েকদিন আগে তা করেছে। এখন পর্যন্ত সেটা কার্যকর হয়নি। পর্যাপ্ত ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ দিয়ে এটা দ্রুত কার্যকর করতে হবে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণ আর কতদিন অপেক্ষা করবে এ রকম প্রশ্ন রেখে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের গর্বিত জনগণ আমরা যারা ভাষার জন্য জীবন দিয়েছি, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি এবং এখনো আমরা গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছি। সেই গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি, শ্লোগান দিচ্ছি, সভা-সমাবেশ করছি। কত দিন? কত বার আমাদেরকে এই কাজ করতে হবে?
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা-সাবভৌমত্ব সুরক্ষা ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে ভূমিকা’- শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম খান সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘ডেমোক্রেসি ইট সেলফ ইজ এ রিফর্ম। গণতন্ত্র নিজেই একটা সংস্কার। সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। সেজন্যই আমরা বলি, বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে।’
জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এম এ ওহাবের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির কারী আবু তাহের, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, জাগপার প্রেসিডিয়াম মেম্বার খন্দকার আবিদুর রহমান, আসম মিজবাহ উদ্দিন, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, কেন্দ্রীয় নেতা আওলাদ হোসেন শিল্পী, আনোয়ার হোসেন, রোকন উদ্দিন হাজারী, ঢাকা মহানগরের সভাপতি হোসেন মোবারক ও সাধারণ সম্পাদক এম এ শাহীন।
সভাপতির বক্তব্যে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৫-১৬ বছরের আন্দোলনের পথ ধরে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটেছে। কিন্তু গণতন্ত্র এখনো পূন:প্রতিষ্ঠা হয়নি। তাই সরকারকে বলবো, গণতন্ত্র পুনঃ:প্রতিষ্ঠায় অবিলম্বে নির্বাচন দিন।