শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ জোরদার করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন।
আজ আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জকসু নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ জোরদার করুন।’
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধ করার উদ্দেশ্যে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ অপারেশনের মাধ্যমে গত ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মোট ১৩ হাজার ৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মামলা ও ওয়ারেন্টমূলে ৬ হাজার ৯০৭ জন ব্যক্তিও রয়েছে।
তিনি বলেন, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে, যার মধ্যে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্র, সেই সঙ্গে গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতসবাজি, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভায় রুটিন আলাপ ছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অগ্রগতি পর্যালোচনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রস্তুতি, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূলহোতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।