শিরোনাম

রাজশাহী, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের (বিইউসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
আজ বিকেলে রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সদস্য হিসেবে উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করেন।
বিইউসি দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে আসছে। পাশাপাশি জাতীয় চাহিদা ও বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে পাঠ্যক্রম ও শিক্ষা কার্যক্রম নিয়মিত হালনাগাদ নিশ্চিত করে থাকে।
সংস্থাটি উদ্ভাবন, আবিষ্কার ও গবেষণার মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চমানের শিক্ষা নিশ্চিত করে।
এছাড়া বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে বিইউসি ভূমিকা রাখছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।