বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ দিনব্যাপী বইমেলা শুরু

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বইমেলার উদ্বোধন করেন। ছবি : বাসস

রাজশাহী, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক  সালেহ হাসান নকীব এই বইমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাবি উপাচার্য বলেন, সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বই পড়া আবশ্যক। বইয়ের মাধ্যমেই মানুষ আলোকিত হতে পারে এবং পরিপূর্ণতা লাভ করতে পারে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) মো. ফরিদ উদ্দীন খান।

অধ্যাপক  সালেহ হাসান নকীব পাঠকদের জন্য বই সহজলভ্য করার গুরুত্ব তুলে ধরে বলেন, বই মানুষকে বাইরের জগতের জ্ঞান অর্জনে সহায়তা করে। তিনি শিশুদের মানসিক বিকাশে সহজ ও সৃজনশীল বইয়ের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার মোট ৭৮টি স্টল অংশ নিয়েছে। এতে বিভিন্ন ধরনের বই প্রদর্শন করা হচ্ছে। 

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এটি ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। বই প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় ভেন্যুতে বিষয়ভিত্তিক সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থাকবে।