বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৯

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী আজ সকাল ১০ টায় এ ফলাফল ঘোষণা করেন । ছবি: বাসস

বরিশাল, ১৬ অক্টোবর ২০২৫ (বাসস): উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। 

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪  জন শিক্ষার্থী। এরমধ্যে ১  হাজার ২৭৪ জন মেয়ে শিক্ষার্থী এবং ৪৫৭ জন ছেলে শিক্ষার্থী। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এবারেও এগিয়ে আছে মেয়েরা। ২০২৪ সালে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।  

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শিক্ষা বোর্ডের হলরুমে এ ফলাফল ঘোষণা করেন। 

তিনি জানান, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৪৮১ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৯ হাজার ২৩৯ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ২৮ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী সংখ্যা ৩২ হাজার ৪৮৭ জন। এবছর মোট কলেজের সংখ্যা ছিল ৩৪৯ টি। মোট ১৪৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর মোট ১২ টি কলেজে কেউ পাস করেনি। 

প্রফেসর মো. ইউনুস বলেন, বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল সন্তোষজনক। তবে এবছর পাসের হার গতবছরের চেয়ে কম। যারা নিয়মিত পড়াশুনা করেছে, তারাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। যে ১২ টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।