বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪০

সুনামগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

সুনামগঞ্জের ১২টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আজ বৃত্তি প্রদান করা হয়েছে।  ছবি :বাসস

সুনামগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শিক্ষার মানবৃদ্ধি ও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে সুনামগঞ্জের ১২টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আজ বৃত্তি প্রদান করা হয়েছে। 

সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদের হলরুমে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস রঞ্জন শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, শিক্ষক সুবাস, সাংবাদিক লতিফুর রহমান রাজু প্রমুখ। 

উল্লেখ্য, মাধ্যমিক পর্যায়ে ৮ জন ও প্রাথমিক পর্যায়ে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।