বাসস
  ১২ আগস্ট ২০২৫, ১১:১৩

জবিতে ছাত্রদল নেতার উদ্যোগে মেডিকেল ক্যাম্প

ছবি: বাসস

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর হল ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’। এই দফা থেকে অনুপ্রাণিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু বকর খান শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নিয়েছেন।

মঙ্গলবার আবু বকর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম ‘কমল’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘কমল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়েছে। এটি সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে।

সংগঠনটি মেডিকেল চেকআপ, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। ‘কমল মেডি এইড’ এর মাধ্যমে জবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দেওয়া হবে। 

এছাড়াও গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, মেস বা বাসায় বিনা ডেলিভারি চার্জে ওষুধ পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য হল গেইট পর্যন্ত ওষুধ সরবরাহের সুবিধা থাকবে।

আবু বকর খান আরও জানান, শিগগিরই জবি ক্যাম্পাসে এই কার্যক্রম শুরু হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ পেতে পারে। 

মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকেও বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি।