শিরোনাম

নেত্রকোণা, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার দুর্গাপুর উপজেলায় আজ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা ছড়িয়ে দিতে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আগাড় অনির্বাণ শিক্ষা নিকেতন ও বারমারি উচ্চ বিদ্যালয়ে দু’টি ‘সততা স্টোর’ চালু করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টোর দু’টি উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান।
দুর্গাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক রনজিৎ কুমার কর্মকার, উপ-সহকারী পরিচালক মো.শাহাদাত হোসেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।
এসময় সংশ্লিষ্ট দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মো. আব্দুল বারেক ও মো. মশিউর রহমান, বারমারি কম্পেশনের ম্যানেজার এলিসন ঘাগ্রা সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।