বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৪:৪৯

বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোল্লারহাটে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।ছবি: বাসস

বাগেরহাট, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার মোল্লারহাটে  শীতার্ত ও অসহায় ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ  সোমবার বেলা ১১টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,‘শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে অসহায় মানুষ উপকৃত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো. নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিৎ কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কে. এম. মহিউদ্দিন আবীর এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. সামিউল ইসলাম জনি।