বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৪:১৬

ভোলায় যৌথ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক  

সালমান গোলদার (৩০) আটক। ছবি: বাসস

ভোলা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সালমান গোলদারকে (৩০) আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে ভোলা সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সালমান ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার পৌর ৩ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন আবুল কাশেম রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজ সোমবার ভোলা সদর মডেল থানা পুলিশ সালমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।