বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৩:৫১
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৪:০২

রাঙ্গামাটিতে বই বিতরণ উৎসব

ছবি: বাসস

রাঙ্গামাটি, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  সকালে  জেলা শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত ছবকদান ও ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।

আল- আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ছবকদান ও ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসবে জেলার বি এম ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, ইসলামিক সেন্টার রাঙ্গামাটির ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, আল-আমিন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মা. জাহাঙ্গীর আলম, সহ. অধ্যাপক মাও. মো. ইসমাঈল,  মাও. মাহতাব উদ্দিনসহ  অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন,শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ—তাদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়েই আমরা একটি আলোকিত ভবিষ্যতের বীজ বপন করছি।

পরে শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উদ্দীপনা। আয়োজকরা জানান, বছরের শুরুতেই বই বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বাড়াবে।

জেলা শহর ছাড়াও জেলার ১০উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।