শিরোনাম

রাজবাড়ী, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী সিমেন্টবাহী একটি ট্রাক যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১ জন দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর ) বেলা সোয়া ১ টার দিকে কুষ্টিয়াগামী সিমেন্ট বোঝাই ট্রাক কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় কুষ্টিয়া - রাজবাড়ী হাই ওয়ের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের ১ যাত্রী মারা যান। নিহত মো. আলমাস শেখ (৩০) রাজবাড়ী সদর উপজেলার চন্দুর খার পাড়ার করিম শেখের পুত্র। এছাড়াও নসিমনের অপর ৮ জন যাত্রী আহত হন। আহতদের অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুরে ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।