শিরোনাম

মাগুরা, ১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার রামনগর হাইওয়ে থানার সামনে সড়ক দুর্ঘটনায় জাহিদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জাহিদ কছন্দী গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে সড়ক পারাপারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামনগর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।