শিরোনাম

রাজশাহী, ১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটে বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী এবং পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ঝলমলিয়ায় মহাসড়কের পাশের কলাহাটে বালুভর্তি একটি ট্রাক ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে গেলে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।
এ সময় আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে আছে।