বাসস
  ১০ নভেম্বর ২০২৫, ০০:৪০

সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার

ঢাকা, ৯ নভেম্বর,২০২৫ (বাসস) : সাভারে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে । আজ রোববার সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন- সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিয়ুশ (২১), মৃত আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২১), হেলাল শেখের ছেলে শাকিল (২৩), সামাদ মিয়ার ছেলে সোহাগ (১৯), আজগর আলীর ছেলে সালমান (২২), আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাশনের আব্দুল হামিদের ছেলে ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুরের জসীম উদ্দিনের ছেলে শামীম আহমেদ জয় (২৯), সাভার থানার পশ্চিম কলমা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), ছাগীপাড়া রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭), কাউন্দিয়ার মাঝিরদিয়া এলাকার মৃত গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী (৫২) এবং ধামরাই উপজেলার রোয়াইলের চর সঙ্গুর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২)।

এতে বলা হয়, সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে গ্রেফতাকৃতরা ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। তারা সাভারের মজিদপুর গ্রামের খশরুবাগান এলাকার চাঁদ আবাসিক হোটেলের গলির প্রবেশমুখে, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে ঝটিকা মিছিল করার চেষ্টা করে। এ সময় সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করে, তবে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় নেতা-কর্মী। তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।