শিরোনাম

চাঁদপুর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : চাঁদপুরসহ দেশের ১৪ জেলা নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল ইসলাম সরকার। আজ রোববার রাতে রাষ্ট্রপতি আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন ওয়েব সাইটে প্রকাশ করা হয়। একই দিনে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন, রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।