শিরোনাম
গাইবান্ধা, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস) : দিনাজপুরের পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতাল থেকে গাইবান্ধার ফিস্টুলা রোগীদের পুনর্বাসনে ছাগল দেওয়া হয়েছে। হাসপাতালটি এলাকায় ফিস্টুলা রোগীদের খোঁজ করে তাদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেয়। পরে তাদের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে অনুদান হিসেবে ছাগল দেওয়া হয়।
সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কারিগরি সহায়তায় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর আর্থিক সহায়তায় পরিচালিত ফিস্টুলা সারভাইভারদের পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় এ পর্যায়ে পাঁচ জনকে ছাগল দেওয়া হয়।
গতকাল বুধবার গাইবান্ধা জেলার সদর উপজেলার দরিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনএফপিএ’র জেলা মাঠ কর্মকর্তা শাহীন আক্তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মধ্যে ছাগল বিতরণ করেন।
শাহীন আখতার বলেন, ফিস্টুলা রোগীদের ছাগল বিতরণের উদ্দেশ্য হলো তাদের দারিদ্র্য দূর করে সমাজে পুনর্বাসনে সহায়তা করা। তিনি উপকারভোগীদের সঠিকভাবে ছাগল পালন করে ভালো মুনাফা অর্জনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, ছাগল পালন আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন আনতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হাসপাতালের জেলা ফ্যাসিলিটেটর শরিফুল ইসলাম শরীফ, অন্যান্য কর্মী এবং রোগীদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে ১ অক্টোবর হাসপাতালের উদ্যোগে বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড়ে আয়োজিত এক অনুষ্ঠানে বগুড়া, সিরাজগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশ কয়েকজন ফিস্টুলা রোগীকে ছাগল বিতরণ করা হয়।