বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ১১:২২

মুন্সীগঞ্জে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

অস্ত্রসহ ৩ জন গ্রেফতার। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৫ ( বাসস ): জেলার সদর উপজেলায় অস্ত্র, গুলি ও বোমা বানানোর সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিযা গ্রামের সাদেক আলী মীরের পুত্র আব্দুল হালিম মীর (৬০), গ্রেফতারকৃত আব্দুল হালিম মীরের পুত্র শফিক মীর (৩৮) এবং একই এলাকার মীর আব্দুল হাইয়ের পুত্র সোহেল মীর (৩০)। 

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) মো. ফিরোজ কবিরের নেতৃত্বে সদর উপজেলার পৌর এলাকার মানিকপুরে হালিম মীরের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে ১ টি দেশীয় তৈরি পাইপ গান, ১০০ রাউন্ড তাজা গুলি, দেশীয় তৈরি ধারালো অস্ত্র, ৫ টি হেলমেট, ১ টি বুলেট প্রুফ জ্যাকেট, বোমা তৈরির খালি কৌটা এবং নগদ ৩ লাখ টাকা উদ্ধার এবং ৩ জনকে গ্রেফতার করে। 

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইসতিয়াক আশফাক রাসেল ও অন্যান্য পুলিশ সদস্যরা। 

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) মো. ফিরোজ কবির বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন সদর উপজেলার চরাঞ্চলে অস্ত্র এবং বোমা সরবরাহ করে আসছিল বলে ধারণা করা হচ্ছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।