শিরোনাম
চট্টগ্রাম(দক্ষিণ), ২২অক্টোবর, ২০২৫(বাসস) : মহানগরীর বোয়ালখালীতে অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সদরে এবং শাকপুরায় এ অভিযান পরিচালনা করেন ।
মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ করায় বেকারি, মিষ্টির দোকানসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মা বাবার দোয়া বেকারির স্বত্ত্বাধিকারী ইমাম হোসেনকে লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদনের দায়ে ৩০হাজার টাকা, লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ফুলকলির স্বত্বাধিকারী ইব্রাহিমকে ৫ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত পণ্য বিক্রয়ের দায়ে গোল বাহার স্টোরের মাহফুজুল হককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।