শিরোনাম

বান্দরবান, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও যুবকদের খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকায় বিজিবি’র বলিপাড়া জোন (৩৮ বিজিবি)- এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বলিপাড়া জোন ব্যাটালিয়ন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
এ সময় সমাজের শীতার্ত ও হতদরিদ্র জনগোষ্ঠীর তিনশ’ পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়। এছাড়া এলাকার যুবকদের জন্য খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সহ জোনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।