শিরোনাম

চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় সরকার বিরোধী ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- অভয় দত্ত (৩৯), মো. আজাদ (২০), মো. হাসান প্রকাশ মানিক (২০), জনি (২৪), কাউসার (২৪), মো. রাজু (২৫), মো. আকাশ (২৫) ও মো. সাইফুল ইসলাম (২৪)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর সকালে নগরীর প্রবর্তক মোড়-নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে এবং সরকার বিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ভিডিও ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে পাঁচলাইশ এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মিছিলে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পরে কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় গ্রেপ্তার ব্যক্তিদের মিছিলে সরাসরি অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে এবং তারা যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। গ্রেপ্তার আটজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।