শিরোনাম
পিরোজপুর, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার ইন্দুরকানী উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৫ শত মিটার ইলিশ ধরার নিষিদ্ধ জাল ও ৬টি চরঘেরা জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
গতকাল বুধবার মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে জব্দকৃত এসব জাল উপজেলা পরিষদ চত্বরে মোবাইল কোর্টের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী'র নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে অসাধু জেলেরা আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মা ইলিশ রক্ষায় বলেশ্বর নদীতে নিয়মিত টহল ও অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় চর গাজীপুর ও লাহুরী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।