বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ১১:২৪

সোনারগাঁও উপজেলায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ 

হরহরদী বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতারা। ছবি: বাসস

নারায়নগঞ্জ, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সোনারগাঁও উপজেলার সমমান্দী ইউনিয়নের হরহরদী বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতারা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে কর্মসূচিতে বুধবার নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এ সময়ে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।