বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৮

চুয়াডাঙ্গায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন : সংবাদিকদের নিয়ে কর্মশালা 

আজ বেলা ১১টায় জেলা শহরের মডেল মসজিদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলার সংবাদকর্মীদের নিয়ে  টাইফয়েড বিষয়ক পরামর্শমূলক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার বেলা ১১টায় জেলা শহরের মডেল মসজিদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে টিকাদান ক্যাম্পেইনে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তার।

অনুষ্ঠানে  কি নোট উপস্থাপন করেন ডা. ইমরান হাসিব। তিনি জানান,  জেলায়  এবার  ২ লাখ ৭৭ হাজার জনকে টাইফয়েডের টিকা  দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণকরা হয়েছে। 

সারা দেশের ন্যায়  আগামী ১২ অক্টোবর  থেকে মাসব্যাপী টিকাদান কার্যক্রম চলবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে ১ ডোজ টিসিভি টিকা দেয়া হবে। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক দীপক কুমার পাল , ভারপ্রাপ্ত  জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার।  এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল।

অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক মানিক আকবরসহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।