বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬

কুমিল্লায় বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

অষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: বাসস

কুমিল্লা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্গোৎসবে মেতে উঠেছে দেশের সনাতন ধর্মাবলম্বীরা। আজ পালিত হচ্ছে মহাঅষ্টমী অর্থাৎ কুমারী পূজা। কুমিল্লায় অষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় নগরীর ঈশ্বর পাঠশালা মহেশাঙ্গণ পূজামণ্ডপে পরিদর্শনে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র দেবনাথসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা মহেশাঙ্গন পূজামণ্ডপ ঘুরে দেখেন, পুরোহিতদের সঙ্গে কথা বলেন।

উপস্থিত পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, আমি আপনাদের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা পৌঁছে দিতে এসেছি। তিনি আপনাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন সেজন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা এসেছি আপনাদের উৎসবের শুভেচ্ছা জানাতে। আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা।

পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র দেবনাথ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি। বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষণিক আমাদের খোঁজ খবর রাখছেন। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর।  আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে এবারের পূজা সম্পন্ন করতে পারবো।