বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮

যশোরে মাদকসহ এক কারবারি আটক 

এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

যশোর, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলায় মাদকসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে একটি টিম রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।

আটক শাহজাহান আলী (৪৭) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে। 

যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, উপজেলার রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামের শাহজাহান আলীর বাড়িতে অভিযানকালে বিপুল পরিমাণ গাঁজা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক শাহজাহান আলীকে আটক করা সম্ভব হলেও আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তি পালিয়ে যায়।

উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক চার লাখ টাকা এবং বিস্ফোরক উপাদানের মূল্য ষাট হাজার টাকা বলে জানান তিনি।

 ব্যাপারে শার্শা থানায় বিস্ফোরক ও মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। মামলায় শাহজাহান আলী ও আবদুর রাজ্জাককে আসামি করা হয়েছে। শাহজাহান আলীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান যশোর পুলিশের মুখপাত্র।