বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪

নওগাঁয় মণ্ডপ পাহারায় বিএনপি নেতা নুরুল

নওগাঁয় পূজামণ্ডপে বিএনপির নেতৃবৃন্দ। ছবি: বাসস

নওগাঁ, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলছে পূজা উদযাপন। 

পূজাকে কেন্দ্র করে নওগাঁ-১ আসনের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে রাতে মণ্ডপ পাহারা দিয়ে যাচ্ছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম ও তার কর্মীসমর্থকরা। দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তার এই উদ্যোগে স্থানীয়দের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগে তারা বেজায় খুশি। নিজেদের আরও নিরাপদ ও স্বস্তি অনুভব করছেন। তার নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শুধু রাজনৈতিক কার্যক্রমেই নয়, সামাজিক ও মানবিক উদ্যোগেও অংশগ্রহণ করে আসছেন।

সোমবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা পর্যন্ত নিয়ামতপুর উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন। এ সময় বিএনপি নেতা নুরুল ইসলাম তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মণ্ডপ পাহারা দিচ্ছেন। নেতাকর্মীদের নিয়ে মণ্ডপের এক পাশে বসে রয়েছেন বিএনপির এই নেতা। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে কথোপকথন ও পূজা উদযাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।

ভাটপাড়া বারোয়ারী পুজা মণ্ডপের সভাপতি নয়ন বিশ্বাস বলেন, মুসলমান হয়ে বিএনপির নেতা নুরুল ইসলাম পুজা মণ্ডপ পাহারা দিচ্ছেন এটি বিরল। প্রথম দিন এখানে এসে রাত ৩টা পর্যন্ত ছিলেন। আজও এখানে এসেছেন মণ্ডপ পাহারা দেওয়ার জন্য। শুধু আমাদের এখানেই নয়, প্রতিদিনই তিনি কোনো না কোনো মণ্ডপে গিয়ে পাহারা দিচ্ছেন নেত-কর্মীদের নিয়ে। তার এই উদ্যোগ স্থানীয়দের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

বিএনপি নেতা নুরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব। এই উৎসবকে ঘিরে যাতে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা দিচ্ছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই চেতনা আমাদের সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সহনশীলতার বার্তা বহন করে। পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমরা রাতভর মণ্ডপ পাহারায় রয়েছি। 

এ সময় উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, পারস্পরিক সহাবস্থান বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্নে একযোগে কাজ করতে।