শিরোনাম
নাটোর, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরে মা ইলিশের সুরক্ষা প্রদানে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হতে যাচ্ছে। একটি মা ইলিশের পেটে ১৮ থেকে ২০ লাখ ডিম থাকে। মাত্র ২০০ মা ইলিশকে সুরক্ষা প্রদান করতে পারলে দেশের সব জনগোষ্ঠির প্রত্যেকের ভাগে একটি করে ইলিশ মাছ পাওয়া যাবে।
তিনি বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন নাটোরসহ সারাদেশে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই কার্যক্রমে জড়িত ব্যক্তিদের এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।
ইলিশের সুরক্ষা প্রদানে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং, লিফলেট, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময়ে ইলিশ আহরণকারী জেলার লালপুর উপজেলার জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিকল্প কর্মসংস্থানের উপকরণ এবং ৭৫০ জেলে পরিবারে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক কামরুন নাহার, লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, মৎস্যজীবী আয়নাল মোল্লা প্রমুখ।