বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পঞ্চগড়ে নারী সমাবেশ

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত। ছবি: বাসস

পঞ্চগড়, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যভিত্তিক, শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলার আটোয়ারী উপজেলায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পিআইডি’র রংপুর আঞ্চলিক কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সোমবার পঞ্চগড় জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। 

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান সমাবেশে প্রধান অতিথি ছিলেন। জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিথিরা।

ইউএনও আরিফুজ্জামান বলেন, নারী-পুরুষের সমতা ও নারীর জীবনমান উন্নয়নই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মূল উপাদান।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত  এবং নারীদের স্বাবলম্বী করতে যথাযথ শিক্ষা ও কর্মসংস্থানের বিকল্প নেই।

ইউএনও বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে নারীদের জন্য অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাদের এসব সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করতে হবে।

সন্তান লালন-পালনে মায়ের ভূমিকার কথা উল্লেখ করে ইউএনও বলেন, পরিবারই হল শিশুর প্রথম বিদ্যালয় আর মা হল তাদের প্রথম শিক্ষক। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। 

তিনি আরও বলেন, তাই শিশুদের নৈতিক শিক্ষা প্রদানেও পরিবারের ভূমিকা অপরিহার্য।

এছাড়াও তিনি বাল্যবিবাহকে সমাজের জন্য একটি অভিশাপ এবং অগ্রগতির প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

জেলা তথ্য কর্মকর্তা বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে শিক্ষা ও উন্নয়নের বিকল্প নেই।

তিনি নারী ও শিশু বিষয়ক অধিদফতর এবং যুব উন্নয়ন অধিদফতরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে নারীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ হাসান, রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আলম প্রধান ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মো. হোসনে আরা হাবিবা। সমাবেশে দুই শতাধিক শিশু, নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।