বাসস
  ৩১ আগস্ট ২০২৫, ১২:৪২

রাউজানে মাদকসহ দুই কারবারি আটক

রাউজানে মাদকসহ দুই কারবারি আটক। ছবি :বাসস

চট্টগ্রাম উত্তর (রাউজান), ৩১ আগস্ট ২০২৫ (বাসস): চট্টগ্রামের রাউজানে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় কারবারিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

শনিবার বিকেলে তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া।

আটককৃতরা হলেন, রাঙ্গুনিয়া থানার কদমতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে মো জব্বার হোসেন (২৯) এবং কক্সবাজার সদর ঝিলংঝা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মৃত এহসানুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার নোয়াপাড়া বাজারের চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চেকপোস্ট বসায় রাউজান থানার নোয়াপাড়া ফাঁড়ির পুলিশ। এ সময় কাপ্তাই থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে এক হাজার লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। এছাড়া দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।