বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১১:৪৫

রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুর, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলার তারাগঞ্জ উপজেলার বামনদিঘী বাজারে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান লিংকন (৪৮)কে আটক করেছে। গতকাল সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আতিউর রহমান উপজেলার মেনানগর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বাচ্চুর পুত্র। পুলিশ জানায়, বিশেষ আটকাদেশের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘বিশেষ আটকাদেশ অনুযায়ী ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’