শিরোনাম
টাঙ্গাইল, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলার মির্জাপুরে খোলা বাজার ও দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি বাজারের একটি দোকান থেকে এ সব চাল উদ্ধার করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জামুর্কি বাজারে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত এবং খোলা বাজারে বিক্রির খবর পেয়ে রাতেই সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯০০শ কেজি (প্রায় তিন টন) চাল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি।