বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১১:৩১

খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত

খুলনা, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সোনাডাঙ্গা থানাধীন নুরনগরে বাংলাদেশ বেতারের সামনে সড়ক দুর্ঘটনায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। নিহত রিকশা চালক মনিরুল ইসলাম গাজী খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার বাসিন্দা কুরমান আলী গাজীর পুত্র। 

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, প্রথমে একটি সিএনজি রিকশাটিকে ধাক্কা দিলে রিকশা চালক রাস্তার ওপর পড়ে যায়। এসময় সার বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। 

তিনি জানান, স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।