বাসস
  ২৫ মে ২০২৫, ১৯:০৬

হবিগঞ্জে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 

ছবি : বাসস

হবিগঞ্জ, ২৫ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ বৈধ কাগজপত্র না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ-সহ নানা অনিয়মের দায়ে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। 

আজ রোববার দুপুরে হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের  কোন বৈধ কোন কাগজপত্র এবং বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, শহরের ইপিআই ভবন সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নামে অপর আরেকটি প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।