শিরোনাম

পটুয়াখালী, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় গ্রুপভিত্তিক ‘জাতীয় পতাকা’, ‘জাতীয় স্মৃতিসৌধ’, ‘মুক্তিযুদ্ধ’ ও ‘বিজয় মিছিল’ শিরোনামে চিত্রাঙ্কন করে।
প্রতিযোগিতা পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী তালুকদার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মেহেরুন নেসা।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আগাম কর্মসূচির অংশ হিসেবে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।