বাসস
  ২০ মে ২০২৫, ১৮:২৪

মেহেরপুরে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : সংগৃহীত

মেহেরপুর, ২০ মে ২০২৫ (বাসস): জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশ-সহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরেকটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। 

সহকারী পরিচালক মোহাম্মদ  মামুনুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলা শহরের দু’টি খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের হোটেল বাজার এলাকার ‘ফ্রেন্ডস ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘পড়শী ড্রিংকিং ওয়াটার’ নামের আরেকটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোন কাগজপত্র না থাকায় সেটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। 

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।