বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬

ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝিনাইদহ, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলায় আজ বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১২টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন মন্দিরের পুরোহিত, সেবায়েত, সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদ।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শামসুজ্জামান লাকী ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস ও সদস্য সচিব প্রহল্লাদ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত প্রমুখ।

সভায় জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র এ দেশে আর সফল হবে না। সনাতনী ভাইবোনেরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।