বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে শেডে রাখা কনটেইনার থেকে মালামাল চুরির সময় ট্রাকসহ একজন গ্রেপ্তার। ছবি: বাসস

চট্রগ্রাম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরের ভেতরে ঢুকে শেডে রাখা কনটেইনার থেকে মালামাল চুরির সময় ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি করা মালামালের পাশাপাশি ইয়াবাও পাওয়া গেছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ১৩ নম্বর শেড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম রুবেল (৩৪) জব্দকৃত ট্রাকটির মালিক। তিনি একটি বেসরকারি শিল্প কারখানার জন্য আমদানি করা শিট কয়েল পরিবহনের জন্য বন্দরের ভেতরে ঢুকেছিলেন বলে জানা গেছে।

বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, জিসিবি’র ১৩ নম্বর শেডে রাখা কনটেইনারটি আমদানি পণ্য খালাসের জন্য অপেক্ষমাণ ছিল। সাইফুলসহ কয়েকজন লোক মিলে কনটেইনারটির নিল ভেঙে মালামাল বের করে ট্রাকে তোলার বিষয়টি নিরাপত্তা বিভাগের সিসি ক্যামেরায় ধরা পড়ে। এরপর বন্দরের নিরাপত্তা বিভাগের একটি টিম সেখানে গিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ওই কনটেইনার থেকে চুরি করা ৭টি কাপড়ের রোল ও ৪ পিস ইয়াবা এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

আটক সাইফুলকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে সচিব জানান।